Friday, November 4, 2016

কি করে তৈরী হয় পারমানবিক বিদ্যুৎ? পারমাণুর নিউক্লিয়াসে (কোরে) আবস্থিত আবদ্ধ শক্তিকে পারমাণিবিক শক্তি বলে। পরমাণুকে ভেঙ্গে এ শক্তিকে মুক্ত করে সেই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।আসলে শক্তিটি আসে তাপ শক্তি হিসেবে। এ তাপ শক্তি পানিকে বাষ্পে পরিণত করে। বষ্প-চাপ  টারবাইন ঘুরেয়ে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। উৎপাদিত এ বিদ্যুতই হলো পাররমাণবিক বিদ্যুৎ। নিউক্লিয়ার ফিশন  এবং নিউক্লিয়ার ফিউশন এ দুটি প্রক্রিয়ার মাধ্যমে পরমাণুস্থিত নিউক্লিয়াস...

Wednesday, September 28, 2016

আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার ব্যবহারঃ  ☞ মিটার সেকল → দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র ☞ ভার্নিয়ার স্কেল → দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ) ☞ স্লাইড ক্যালিপার্স → বস্তর দৈর্ঘ্য, চোঙ বা বেলনের উচ্চতা, ফাঁপা নলের অন্ত:ব্যাস ও বহির্ব্যাস, গোলকের ব্যাস নির্ণয় করা যায় ☞ স্প্রিং নিক্তি → সরাসরি বস্তর ওজন নির্ণায়ক ☞ তুলা যন্ত্র → খুব অল্প পরিমাণ জিনিসের ভর সুক্ষ্মভাবে নির্ণয় করার যন্ত্র ☞ জাইরোকম্পাস...

Monday, September 26, 2016

1 ফুট = 12 ইঞ্চি1 গজ = 3 ফুট1 মাইল = ১৭৬০ গজ1 মাইল ≈ 1.61 কিলোমিটার1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার1 ফুট = 0.3048 মিটার1 মিটার = 1,000 মিলিমিটার1 মিটার = 100 সেন্টিমিটার1 কিলোমিটার = 1,000 মিটার1 কিলোমিটার ≈0 .63মাইল# ক্ষেত্রঃ1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি1 বর্গ গজ = 9 বর্গ ফুট1 একর = 43.560 বর্গ ফুট# আয়তনঃ1 লিটার ≈ 0.264 গ্যালন1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি1 ঘন গজ = 27 ঘন ফুট# ওজনঃ1 আউন্স ≈ 28.350 গ্রাম1 cvDÛ= 16 আউন্স1 cvDÛ ≈ 453.592 গ্রাম1 এক গ্রামের এর্কসহস্রাংশ...

Tuesday, September 20, 2016

চাকরীর ইন্টারভিউর ১০ টি কার্যকরি পরামর্শ ১) Attitude/ আচরণ/ ভঙ্গি: ইন্টারভিউ রুমে প্রবেশের সময় যদি আপনি হাস্যোজ্বল ও আশাবাদী চেহারা নিয়ে প্রবেশ করতে পারেন তবে ভাববেন আপনি ৫০% মার্ক পেয়ে গেলেন। আর যদি ঠান্ডা, ভয় এবং উদাসীন লুক নিয়ে প্রবেশ করেন তবে আপনি ৯৯% ফেল। ২) নিজস্ব ভাবভংগি: ইন্টারভিউ চলাকালিন সময় নিজস্ব ভাবভংগি ফুটিয়ে তুলুন। আপনি যদি অন্য কাউকে ফলো করেন এবং সেটা যদি টেবিলের উপারের ব্যক্তিগণ পছন্দ করেন তাহলে বুঝতে হবে তারা আপনাকে পছন্দ...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Search Here

Recent Posts

Blogger news

Popular Posts