ABC
লাইসেন্স কি? কেন দরকার? কিভাবে পাওয়া যাবে?
উত্তরঃ ABC লাইসেন্স হল বাংলাদেশ বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিনে বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক একটি সনদ পত্র।
ABC লাইসেন্স কে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। ১/ সুপারভাইজার সনদ, ২/ টিকাদার সনদ।
আবার প্রত্যেকটিকে ৩ ভাগে করা হয়েছে। A= উচ্চ চাপের(১১কেভি+),B= মধ্যম চাপ(৪৪০কেভি+) এবং C= নিম্ন চাপ (২২০কেভি) ইত্যাদি লাইনের ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানতে হবে।
খরচঃ
ABC লাইসেন্স এর সবগুলো একত্রেও নেওয়া যায়, আবার একক ভাবেও নেওয়া যায়।
A এর জন্য ১২০০ টাকা, B=১২০০ এবং C = ১২০০ ও সাথে পরিক্ষার ফি হিসেবে ৪০০ টাকা ;
অর্থাৎ ABC= ৩X১২০০+৪০০= ৪০০০ টাকা লাগবে। (ref. Robiul vai)
ABC লাইসেন্স কে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। ১/ সুপারভাইজার সনদ, ২/ টিকাদার সনদ।
আবার প্রত্যেকটিকে ৩ ভাগে করা হয়েছে। A= উচ্চ চাপের(১১কেভি+),B= মধ্যম চাপ(৪৪০কেভি+) এবং C= নিম্ন চাপ (২২০কেভি) ইত্যাদি লাইনের ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানতে হবে।
খরচঃ
ABC লাইসেন্স এর সবগুলো একত্রেও নেওয়া যায়, আবার একক ভাবেও নেওয়া যায়।
A এর জন্য ১২০০ টাকা, B=১২০০ এবং C = ১২০০ ও সাথে পরিক্ষার ফি হিসেবে ৪০০ টাকা ;
অর্থাৎ ABC= ৩X১২০০+৪০০= ৪০০০ টাকা লাগবে। (ref. Robiul vai)
আবার টিকাদার এর জন্য শুধু মাত্র ১০০০ টাকা লাগবে।(ref. Rokuzzaman vai)
বাস্তবে এর গুরুত্ত্ব অপরিসীম। বর্তমানে সকল চাকরীর ক্ষেত্রেই এর লাইসেন্স কে প্রাধান্য দেওয়া হয়। এমন কি এই সনদ প্রদান করা হলে আপনার অভিজ্ঞতা সম্পর্কেও জানতে চাওয়া হবে না।
আর বড় ধরনের কোন কাজ করতে চাইলে এটি লাগবে।
আর বড় ধরনের কোন কাজ করতে চাইলে এটি লাগবে।
এখন আসি কিভাবে পাওয়া যাবে।
লাইসেন্স গুলো পাওয়ার জন্য প্রথমে নিদিষ্ট চালান নাম্বার সহ সোনালি বাংকে টাকা জমা দিতে হবে। এরপর নিদিষ্ট ফ্রমে লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে। ফ্রমটি পাওয়া যাবে, বিদ্যুৎ লাইসেন্স বোর্ড অথবা eacei.gov
bd তে। ফ্রমটি যথাযথ ভাবে পূরণ করে জমা দিতে হবে, ফ্রমটির সাথে ব্যাংক ড্রাফ এর কপি ও অন্যান্য অবিজ্ঞতার সনদ ( থাকলে) সংযুক্ত করে জমা দিতে হবে সচিব বরাবর (Engr.Ataor Rahaman)।
জমা দেওয়ার পরে পরিক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত জানতে,,,,
২৪ তোপখানা, জ্যোৎস্না কমপ্লেক্স, ঢাকা - ১০০০
লাইসেন্স গুলো পাওয়ার জন্য প্রথমে নিদিষ্ট চালান নাম্বার সহ সোনালি বাংকে টাকা জমা দিতে হবে। এরপর নিদিষ্ট ফ্রমে লাইসেন্স এর জন্য আবেদন করতে হবে। ফ্রমটি পাওয়া যাবে, বিদ্যুৎ লাইসেন্স বোর্ড অথবা eacei.gov
bd তে। ফ্রমটি যথাযথ ভাবে পূরণ করে জমা দিতে হবে, ফ্রমটির সাথে ব্যাংক ড্রাফ এর কপি ও অন্যান্য অবিজ্ঞতার সনদ ( থাকলে) সংযুক্ত করে জমা দিতে হবে সচিব বরাবর (Engr.Ataor Rahaman)।
জমা দেওয়ার পরে পরিক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত জানতে,,,,
২৪ তোপখানা, জ্যোৎস্না কমপ্লেক্স, ঢাকা - ১০০০
0 comments:
Post a Comment