Synchronous Motor:
সিনক্রোনাস মটর এমন একটি মটর যা নো লোড হতে ফুল লোড পর্যন্ত একটি নির্দিষ্ট গতিতে ঘুরে অর্থাৎ এই মোটর সব সময় সিনক্রোনাস গতিতে ঘুরে। সিনক্রোনাস গতি Ns= 120f/P এই মটর এর গতিবেগ লোড পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়না। তবে পোলের সংখ্যা বা সাপ্লাই ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে এর গতিবেগ বাড়ানো বা কমানো সম্ভব।
Ac_Motor |
সিনক্রোনাস মটরের বৈশিষ্ট্যগুলো হল:
১) ইহা নো লোড ও ফুল লোড অবস্তা যাই হোক সর্বদা একই গতিবেগে ঘুরে।
২) ইহাতে কোন স্লিপ নাই।
৩) অল্টারনেটর এবং সিনক্রোনাস মটরের গঠন একই বলে, সিনক্রোনাস মটরককে অল্টারনেটর হিসেবে পরিচালনা করা যায়।
৪) সিনক্রোনাস মটর নিজে নিজে চালু হতে পারেনা। চালু করতে বিশেষ পদ্ধতি প্রয়োজন।
৫) এই মটরকে যে কোন পাওয়ার ফেক্টরে চালানো যায়।
৬) ইহার স্টেটর ও রোটরের পোল সংখ্যা সমান।
৭) গতিবেগ নিয়ন্ত্রন করা যায়না।
৮) হটাৎ লোড বাড়লে হান্টিং এর উৎপত্তি হয়। , সিনক্রোনাস মটরে হান্টিং একটি বড় সমস্যা।
0 comments:
Post a Comment