Tuesday, August 16, 2016

ধরা যাক, তোমার কাছে 12 ভোল্টের একটা ব্যাটারি ছাড়া আর কিছুই নেই কিন্তু দরকার পড়ল এমন এক সার্কিটের যার পাওয়ার সাপ্লাই দেয়া লাগবে মোটে 5 ভোল্ট কি উপায় তখন? অনেক কষ্টেশিষ্টে 6 ভোল্টের একটা ব্যাটারি ম্যানেজ করতে পারলেও লাভ নেই লাগবে শুধু 5 ভোল্ট
এখন প্রয়োজন এমন একটা কম্পোনেন্টের, ইনপুটে যাই দেয়া হোক না কেন, সবসময় আমাদের প্রয়োজনীয় ভোল্ট সাপ্লাই দেবে আউটপুটে। এই অদ্ভুত প্রযুক্তির জিনিসটাকে বলে ভোল্টেজ রেগুলেটর আই সি। যেমন, 5 ভোল্টের রেগুলেটরের ইনপুটে 5 এর বেশি ভোল্টেজ দিলে (এই যেমন 6 কিংবা 12 ভোল্টের ব্যাটারির কানেকশন) আউটপুটে সবসময় 5 ভোল্ট দিতে থাকে
রেগুলেটর আই সি গুলোর মডেল নাম্বার সাধারণত 78XX এই টাইপের হয়। এই যেমন, 5 ভোল্টের রেগুলেটরের নাম্বার হল 7805, তেমনিভাবে 9 ভোল্টের রেগুলেটরের নাম্বার হল 7809 এরকম। এগুলো পিনের। অনেকটা নিচের ছবির মত. 1 হল ভোল্টেজ ইনপুট। এটা হতে পারে 12 ভোল্টের ব্যাটারি কিংবা অনেকগুলো পেন্সিল ব্যাটারির সিরিজ) আর 3 হল আউটপুট ভোল্টেজ, যেটা দিয়ে রেগুলেটেড ভোল্টেজ সাপ্লাই পাব। 2 হল কমন গ্রাউন্ড 

যতই ডিসি ভোল্টেজ বলি না কেন, সার্কিটে কাজ করতে গেলে কিছু না কিছু নয়েজ তৈরি হয়েই যায় এগুলো পিয়োর ডিসির সাথে মিশে নির্দিষ্ট আউটপুট ভোল্টেজ লেভেলের বারোটা বাজায় তাই আগে পরে যথাক্রমে দুটো ক্যাপাসিটর লাগানো থাকে (ক্যাপাসিটরের ভ্যালু নিয়ে এক্সপেরিমেন্ট করার যথেষ্ট সুযোগ আছে)

আরেকটা জিনিস মনে রাখা প্রয়োজন- রেগুলেটেড ভোল্টেজ সাপ্লাই কিন্তু ডিসি-টু-ডিসি তে কাজ করে। মানে, ইনপুটের ডিসি ভোল্টেজকে আউটপুটে আরেক ভোল্টেজের ডিসি ভোল্টেজ রুপান্তরিত করে। এসি ভোল্টেজ ইনপুট দিতে চাইলে প্রথমে অবশ্যই একে রেকটিফাই আর তার পর ফিল্টার করে নিতে হবে। এসি থেকে ডিসি করার সার্কিট হল,


কিন্তু 12 V এসি পাব কোথা? যেথায় ট্রান্সফর্মার আছে সেথা! সংক্ষেপে ট্রান্সফর্মার এমন এক ডিভাইস যেটা হাই ভোল্টেজ সি কে লো ভোল্টেজ সি তে রূপান্তরিত করতে পারে (অথবাতার উল্টোটা)| 
তাহলে বাসার 220 ভোল্ট আউটলেট থেকে 5 volt রেগুলেটেড ভোল্টেজ সাপ্লাই পেতে যে সার্কিট লাগবে সেটা হবে,

0 comments:

Post a Comment

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Search Here

Recent Posts

Blogger news

Popular Posts

Blog Archive