Tuesday, August 16, 2016

থাইরিষ্টর হল চার বা ততোদিক স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস যা সাধারণত PNPN ডিভাইস নামে পরিচিত। থাইরিষ্টর শব্দটি গ্রিক “থাইরা” থেকে নেওয়া হইছে যার অর্থ “দরজা” যা “খোলা বা বন্ধ” বুজায়। অর্থাৎ থাইরিষ্টর একটি সেমিকন্ডাক্টর সুইচ যা অতি উচ্চ ব্রেকদাউন ভোল্টেজ এবং খুব বেসি কারেন্ট গেইন সম্পন্ন।
এক কথায় বলতে পারি- থাইরিষ্টর একটি গেইন কন্ট্রোলড সেমিকন্ডাক্টর সুইচ।

প্রকারভেদঃ
১. এস. সি. আর (SCR)
২. ডায়াক (DIAC)
৩. ট্রায়াক(TRIAC)
৪. ইউ. জে . টি (UJT)
৫.পুট (PUT

ব্যাবহারঃ
থাইরিষ্টর সাধারনত পাওয়ার কন্ট্রোলড সার্কিটে ব্যাবহার করা হয়। যেমন- স্পীড কন্ট্রোল(মটরের ক্ষেত্রে)

ট্রানজিস্টর ও থাইরিষ্টর এর পার্থক্যঃ
ট্রানজিস্টর লিনিয়ার আমপ্লিফায়ার অথবা সুইচ হিসাবে ব্যাবহার হয় কিন্তু থাইরিষ্টর কেবল সুইচ হিসাবে ব্যাবহার করা হয়।

More Here....

0 comments:

Post a Comment

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Search Here

Recent Posts

Blogger news

Popular Posts

Blog Archive