Tuesday, August 16, 2016

যে প্রশ্ন গুলো আপনাকে ভাইভা বোর্ড এ জিজ্ঞাসা করতে পারে। প্রিপারেশন নিয়ে ফেলুন এখনি। Part-A (ব্যাক্তিগত) ১। আপনার নিজের সম্পর্কে ৫ মিনিট বলুন। ২। ইংরেজিতে আপনার নিজের সম্পর্কে বলুন। ৩। আপনার নিজের সম্পর্কে কিছু সমালোচনা করুন। ৪। আপনার নিজ জেলার নাম কি? নিজের জেলা সম্পর্কে ১মিনিট বলুন। ৫। আপনার জেলার বিখ্যাত কয়েকজন লোকের নাম বলুন। তারা কেন বিখ্যাত? ৬। বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন বলেন। ৭। আপনার পরিবার সম্পর্কে বলুন। ৮। বলুন আমরা আপনাকে কেন এই। চাকরিটা দিব? ৯। আপনি বিয়ে করেছেন কিনা? কেন করেননি/করেছেন? ১০। বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি? ১১। আপনার আরো পড়াশুনা ।করার কোন ইচ্ছা আছে কি না? ১২। কেন আর পড়াশুনার ইচ্ছা নেই? ১৩। এর আগে কোথায় জব করেছেন সেখানে কি ধরনের কাজ করতেন? ১৪। আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেখানকার কাজের পরিবেশ ও আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। সেখান থেকে চলে যেতে চাচ্ছেন কেন? ১৫। আপনার সিভি দেখে মনে হচ্ছে আপনি এর আগে অনেকগুলি জব করে ছেড়ে দিয়েছেন! কি ব্যাপার বলুনতো? জবের মাঝখানে গ্যাপ কেন? ১৬। আপনার যোগ্যতা অনুযায়ী কত Salary আশা করেন? ১৭। —- এর থেকে কম Salary দেয়া হলে এখানে যোগদান করবেন? ১৮। আপনি কোন ইউনিভার্সিটি/কলেজ থেকে পাশ করেছেন? সাবজেক্ট কি ছিল? থিসিস কি ছিল? ১৯। আপনার কোন পাবলিকেশন আছে? কেন কোন পাবলিকেশনে অংশ নেননি? ২০। কম্পিউটারে আপনি দক্ষ কেমন? কি কি পারেন? ২১। আজ বাংলা কত তারিখ? ২২। এখানে যখন যেখানে প্রয়োজন সেখানে কাজ করতে হবে আপনি কি তাতে রাজি? ২৩। এই —টা কার? এটা টেবিলের উপরে রেখেছেন কেন? ২৪। এক্সেলের একটি ওয়ার্কশীট তৈরি করে তার এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু বের করে দেখান। একটি নতুন সারি কলাম ঢুকাতে কি করবেন? ২৫। বাংলা টাইপ পারেন? ইংরেজি ও বাংলায় আপনার টাইপিং স্পিড কত? ২৬। আপনি কি ফেসবুক ব্যবহার করেন? কেন? ২৭। আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কি জানেন? ২৮। আপনার নামের অর্থ কি জানেন? ২৯। আপনার প্রিয় শখ কি? ৩০। এই পোস্টের জন্য আপনাকে কেন আমাদের পছন্দ করা উচিত? Part-B...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Search Here

Recent Posts

Blogger news

Popular Posts