Tuesday, August 16, 2016

ধরা যাক, তোমার কাছে 12 ভোল্টের একটা ব্যাটারি ছাড়া আর কিছুই নেই। কিন্তু দরকার পড়ল এমন এক সার্কিটের যার পাওয়ার সাপ্লাই দেয়া লাগবে মোটে 5 ভোল্ট। কি উপায় তখন? অনেক কষ্টেশিষ্টে 6 ভোল্টের একটা ব্যাটারি ম্যানেজ করতে পারলেও লাভ নেই। লাগবে শুধু 5 ভোল্ট। এখন প্রয়োজন এমন একটা কম্পোনেন্টের, ইনপুটে যাই দেয়া হোক না কেন, সবসময় আমাদের প্রয়োজনীয় ভোল্ট সাপ্লাই দেবে আউটপুটে। এই...
আমাদের মাইক্রোকন্ট্রোলার এর সবকিছু নিয়ন্ত্রিত হয় ৫ ভোল্টে। এখন যদি মাইক্রোকন্ট্রোলার দিয়ে আমি একটি ১২ ভোল্টের মোটর চালাতে ছাই তাহলে কি করবো? ১২ ভোল্ট দিলে মাইক্রোকন্ট্রোলার পুড়ে যাবে আবার ৫ ভোল্ট দিলে মোটর চলবে না! ঘাবড়াবার কিছুই নেই। আমরা ৫ ভোল্টকে অ্যামপ্লিফাই করে ১২ ভোল্টে নিয়ে তারপর কাজ করবো। ভোল্টেজ কিংবা কারেন্ট অ্যামপ্লিফাই করার সবচেয়ে সহজ ও সস্তা উপায় হল ট্রানজিস্টর।...
থাইরিষ্টর হল চার বা ততোদিক স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস যা সাধারণত PNPN ডিভাইস নামে পরিচিত। থাইরিষ্টর শব্দটি গ্রিক “থাইরা” থেকে নেওয়া হইছে যার অর্থ “দরজা” যা “খোলা বা বন্ধ” বুজায়। অর্থাৎ থাইরিষ্টর একটি সেমিকন্ডাক্টর সুইচ যা অতি উচ্চ ব্রেকদাউন ভোল্টেজ এবং খুব বেসি কারেন্ট গেইন সম্পন্ন।এক কথায় বলতে পারি- থাইরিষ্টর একটি গেইন কন্ট্রোলড সেমিকন্ডাক্টর সুইচ।প্রকারভেদঃ১. এস. সি. আর (SCR)২. ডায়াক (DIAC)৩. ট্রায়াক(TRIAC)৪. ইউ. জে . টি (UJT)৫.পুট...
রেজিস্ট্যান্সের মান বের করতে সবাই জানেন! কিন্তু সমস্যা হল এর কালার কোডের মান মনে রাখা! আজ আমি যে টিউন করবো এটি দেখলে আপনিও বের করতে পারবেন কোন কালারের মান কত! এর জন্য আপনাকে একটি লাইন মুখস্ত করতে হবে! লাইনটি হল, B B ROY Good Boy Very Good Worker. এখন বর হাতে অক্ষরের নিচে 0 থেকে মান বসাতে শুরু করেন! তাহলে দেখবেন W এর নিচে 9 বসে. অর্থাত্‍, B B ROY Good Boy 0 1 2 3 4 5...
ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্স  তড়িৎ প্রকৌশলের একটি শাখা যেখানে ভ্যাকিউম টিউব অথবা অর্ধপরিবাহী(semi conductor) যন্ত্রাংশের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ আলোচিত হয়। এতে সাধারণত ক্ষুদ্র আকারের বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন কম্পিউটার, আই সি ইত্যাদি আলোচিত হয়। ১৯০৪ সালে জন অ্যামব্রোস ফ্লেমিং দুইটি তড়িৎ ধারক (electrodes) বৈশিষ্ট সম্পূর্ণ বদ্ধ কাঁচের এক প্রকার নল (vacuum...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Search Here

Recent Posts

Blogger news

Popular Posts